হঠাৎ বাইকের টায়ার বার্স্ট হওয়া রোধে করনীয়


হঠাৎ বাইকের টায়ার বার্স্ট হওয়া রোধে করনীয়
বাইক আমাদের অতি প্রয়োজনীয় একটা বাহন। আমরা প্রতিদিন বিভিন্ন কাজের ক্ষেত্রে বাইক ব্যবহার করে থাকি। বাইকের মাধ্যমে আমরা একদিকে যেমন উপকৃত হয়ে থাকি তেমনি ক্ষতিও হয়ে থাকে অনেক। যদিও অধিকাংশ ক্ষেত্রে আমাদের অসাবধানতার কারনেই আমরা ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। তেমনি একটি বিষয় হলোবাইকের টায়ার বার্স্ট। আজ আমরা হঠাৎ বাইকের টায়ার বার্স্ট হওয়া রোধে করনীয় সম্পর্কে জানব।

সাধারনত গ্রীষ্মকালীন সময়ে যখন অত্যধিক গরম পড়ে এবং দিনের বেশির ভাগ সময় অনেক বেশি রোদ থাকে তখন বাইকের টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা কিছু সাবধানতা অবলম্বন করার মাধ্যমে টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা কমানোর পাশাপাশি ঝুকি হ্রাস করতে পারি।

১) বাইকের টায়ারে যদি প্রয়োজনের তুলনায় হাওয়ার তারতম্য ঘটে তাহলে অনেক ক্ষেত্রে টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। কোনো সময় টায়ারে হাওয়া বেশি রাখতে হয় আবার কোনো সময় কম রাখতে হয়। বিশেষ করে গরমের সময় টায়ারে প্রেসার অনেক বেশি থাকে । এই সময় টায়ারে খুব বেশি হাওয়ার চাপ থাকলে টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই গরমের সময় স্বাভাবিকের চাইতে একটু কম হাওয়া রাখলে এই ঝুকি এড়ানো সম্ভব হয়।

২) অনেকদিন চলার কারনে বাইকের টায়ার ক্ষয় হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে টায়ারে কোনো বিট বা থ্রেড থাকেনা। এমন অবস্থায় টায়ার ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই নিয়মিত টায়ার পরিবর্তন করা দরকার। তা না হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

৩) টায়ারের সঠিক চাপ পরিমাপ করার জন্যে টায়ার ঠান্ডা অবস্থায় চাপ পরিক্ষা করুন। কারন টায়ার যখন গরম থাকে তখন টায়ারের চাপ বেশি থাকে । এই সময় আপনি সঠিক চাপ পরিক্ষা করতে পারবেন না।

৪) টায়ারের সঠিক চাপ পাওয়ার জন্য গুনগত এবং মান সম্মত চাপ পরিমাপক ব্যবহার করুন। আপনি যদি এই নিয়মগুলি অনুসরন করেন এবং মেনে চলেন তাহলে বাইকের টায়ার বার্স্ট জনিত দূর্ঘটনার পরিমান অনেক ক্ষেত্রে কমিয়ে আনা সম্ভব হবে।